IQNA

ভিডিও | মাহমুদ শাহাতের মনোমুগ্ধকর তিলাওয়াত

20:33 - August 26, 2020
সংবাদ: 2611382
তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় মিশরের প্রসিদ্ধ ক্বারি মাহমুদ সাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

সোমবার (২৪শে আগস্ট) মিশরের ডাকাহলিয়া প্রদেশে অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে বিশ্বখ্যাত এই ক্বারি এই মনোমুগ্ধকর তিলাওয়াতটি পেশ করেন।
এই মাহফিলে তিনি সূরা মুতাফফিফীনের কয়েক আয়াত তিলাওয়াত করেন। মনোমুগ্ধকর এই তিলাওয়াতটি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:
iqna

 

captcha