সোমবার (২৪শে আগস্ট) মিশরের ডাকাহলিয়া প্রদেশে অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে বিশ্বখ্যাত এই ক্বারি এই মনোমুগ্ধকর তিলাওয়াতটি পেশ করেন।
এই মাহফিলে তিনি সূরা মুতাফফিফীনের কয়েক আয়াত তিলাওয়াত করেন। মনোমুগ্ধকর এই তিলাওয়াতটি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:
iqna